Thursday, January 5, 2012

গাড়ী মেলা ওয়েব সাইটের উদ্বোধন

লৌহজং(মুন্সীগঞ্জ)প্রতিনিধি- নববর্ষের দিনে চালু হল গাড়ি মেলা নামে একটি ওয়েব পোর্টেল। এটিই বাংলাদেশে গাড়ি সংক্তান্ত প্রথম ওয়েব পেজ। দেশের গাড়ী ও এ সম্পর্কীয় যাবতীয় তথ্য পাওয়া যাবে এ ওয়েব পেজে। অপনিকি নতুন গাড়ি কিনতে চাচ্ছেন ? না-কি রিকন্ডিশন গাড়ী কিনবেন? চিন্তায় আছেন কোথায় কোন শো-রুমে পাবেন আপনার পছন্দের ব্রান্ড ও মডেলের গাড়িটি। ভাবছেন কোথায় খোজাখোজি করবেন আপনার পছন্দের মটর বাইকটি। গাড়ীর ডেকোরেশনের কথা ভাবছেন? আপনার এলাকার কাছাকাছি গাড়ীর ভাল ডেকোরেশন কোথায় করাতে পারবেন? আপনার দামী গাড়ীটি আজেবাজে ম্যাকানিকের কাছে না দিয়ে অভিজ্ঞ ম্যাকানিকের কথা ভাবছেন? ভাবছেন কোথায় গাড়ী চালনা শিখবেন। এসবসহ গাড়ী সংক্তান্ত যাবতীয় তথ্য থাকছে এই ওয়েব পোর্টালে। শুধু এন্টারনেটে ঢুকে ক্লিক করুন www.garimela.com পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় গাড়ী সংক্রান্ত সব তথ্য।
ওয়েব পোর্টালটির কর্ণধার খন্দকার মেহেদী হাসান রবিবার মুন্সীগঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধনের পর জানালেন, ঘরে বসে ইন্টারনেটে জাপান থেকে সরাসরি আপনার গাড়ীটি কিনতে পারবেন। সারা বিশ্বের সব গাড়ির খোঁজ নিতে পারবেন।

No comments:

Post a Comment